ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

নগরদোলার ঈদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
নগরদোলার ঈদ

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ আরও বাড়িয়ে তোলে ঈদে চমৎকার ডিজাইনের নতুন নতুন পোশাক।

আধুনিক রুচিশীল যুগোপযোগী ফ্যাশনের পোশাক পরার মাধ্যমে প্রত্যেক নারী পুরুষ নিজেকে ফুটিয়ে তুলতে পারে চমৎকার ভাবে। তারা হয়ে ওঠে আকার্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী।

এরই ধারাবাহিকতায় নগরদোলা এবারের ঈদের পোশাক সম্ভার সাজিয়েছে যুগোপযোগী ফ্যাশনের অলংকরনের মাধ্যমে। এ বছরের ফ্যাশন ট্রেন্ডের মধ্যে রয়েছে প্যাচওয়ার্ক, লেসের ব্যাবহার, লং-কমিজ, আনারকলি ঘের ডিজাইন, পালাজো প্যাটার্ন পায়জামা ইত্যাদি। নগরদোলার নিজস্ব ডিজাইন ইউনিটের কর্ম প্রচেষ্টায় এ সকল প্যাটার্নগুলিকে নান্দনিক ও বর্ণীল ভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটি পোশাকে।

ঈদে নগরদোলা এবার আরামদায়ক কাপড়গুলো বেছে নিয়েছে। কটন কাপড়ের সাথে থাকছে বলাকা সিল্ক, জয়শ্রি সিল্ক, ধুপিয়ানের পাশাপাশি লিলেন কাপড়কেও গুরুত্ব দেওয়া হয়েছে। রং নির্বাচনে ক্ষেত্রে হালকা, গাঢ় এবং উজ্জ্বল রংগুলিকে প্রাধান্য দিয়েছে এবং সেই সাথে ঈদ উৎসবের জমকালো রংগুলো যেমন নীল, মেরুন, লাল, সোনালী, ফিরোজাও থাকছে।

মেয়েদের পোশকের মধ্যে রয়েছে শাড়ি, সোলোয়ার কমিজ, লং-কুর্তি, লং-কামিজ ও সিঙ্গেল কামিজ।

ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, ফতুয়া ও সেরোয়ানি। কামিজের পরিবর্তন এসেছে লংকামিজ স্টাইল অনুসরণ করে।

এখানে শিশুদের জন্যও রয়েছে তাদের পছন্দের সব পোশাক।

পোশাকের মূল্য:

সালোয়ারকামিজ- ২০৯০ টাকা থেকে ৭৯৯০ টাকা।
ফতুয়া (ছেলে)- ৪৯০ টাকা থেকে ৯৯০ টাকা।
সিঙ্গেল কামিজ (মেয়ে)- ৯৯০ টাকা থেকে ২৬৯০ টাকা।
শাড়ি- ৯৯০ টাকা থেকে ৯৯৯০ টাকা।
পাঞ্জাবি- ৮৯০ টাকা থেকে ৫৯৯০ টাকা।
বাচ্চাদের পোশাক- ৭৯০ টাকা থেকে ২৯৯০ টাকা।
মেয়েদের কুর্তি-  ৯৯০ টাকা থেকে ১৪৯০ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।