ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অনলাইন শপিং? সিদ্ধান্ত আপনার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
অনলাইন শপিং? সিদ্ধান্ত আপনার

বন্ধুরা এবার ঈদে কেনাকাটায় বেশ গুরুত্ব পাচ্ছে অনলাইন শপিং। বিশেষ করে ফেসবুকে পরিচালিত অনলাইন শপগুলো থেকে অনেকেই পণ্য কিনছেন।

তাদের রয়েছে আবার বিপরীতমুখী অভিজ্ঞতা। কেউ পণ্য পেয়ে খুশি, কেউবা ছবির সঙ্গে পণ্যের মানের দিকটি এতটাই খারাপ যে মন খারাপ করে সিদ্ধান্ত নিচ্ছেন, ওপথে আর না!

বন্ধুরা কেমন চলছে আসলে অনলাইন শপিং, আর ক্রেতাদের অভিজ্ঞতাইবা কী? দেখে নিন বাংলানিউজের ফেসবুকে পরিচালিত জরিপ।

আমাদের প্রশ্ন ছিলো: অনলাইন শপ থেকে পণ্য কেনার আপনাদের অভিজ্ঞতা কি??

জরিপে অংশ নিয়েছেন কয়েক হাজার বন্ধু এবং পোস্টটি ভিউ হয়েছে কয়েক লক্ষবার। দারুণ সময়োপযোগী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঠক বন্ধুরা তাদের মতামত জানিয়েছেন। আপনাদের মন্তব্যের মধ্য থেকে কয়েকটি সরাসরি কোনো ধরনের সম্পাদনা ছাড়াই তুলে দেওয়া হলো:

Anik Islam Prince আমি একটা টি-শার্ট কিনেছিলাম কিছুদিন আগে। আমার অফিসে দিয়ে ছিল ডেলিভারি , বাসায় এসে দেখি পিছনে একটা ছোট্ট ফুটা, মানে রিজেক্টেড প্রোডাক্ট দিয়েছে। তাদের জানালাম তারা পুরো ব্যাপারটাই এড়িয়ে গেল।

এর পর থেকে তাদের কোন প্রোডাক্ট আমি কিনি না।

রোদ্রস্নাত হৃদয় হয়তো সব ব্র্যান্ড সেম না। আমি অনেক বার অনলাইন শপিং ইউজ করেছি, এর মধ্যে সব চাইতে বাজে সার্ভিস হচ্ছে Kaymu.com.bd এই সাইট টার। অর্ডার করার সময় আমি নোট দিয়েছিলাম আমাকে ফোন করতে যাতে আমি বিকাশ এ পেমেন্ট করতে পারি। ফোন তো করেই না , ৭ দিন পর ফোন করে বলতেছে প্রোডাক্ট পাইছি কিনা। যেখানে অর্ডার এর খোজ খবর নাই সেখানে প্রোডাক্ট হাতে পাওয়া হাহাহাহা। আর এই সেম ঘটনা প্রায় ৩-৪ বার হল আমার সাথে তাও এই একটা কোম্পানি থেকে। ই কমারস নামে কলঙ্ক


Rakibul Hassan hm,Pic re je rokom,,,,,sundor ba qualityful mone hoy, reality te thik orokom na.


Nusrat Chaity depends on pages so far jotoguli order diyechhi they were good,,,branded cosmatics ekhaner dokan theke kine shanti paina r oi brands available o na ,,, so they were good time saving as well,,, for me experience thus.was nice

Ramisha Karim ভাবতেছি কিনবো বাট কমেন্ট পড়ে ডিছিশন বাতিল

Ahmed Shawon comment pore siddanto niben na

Wali Ullah Khan Shagor toooo ki vabe nibe .... akbar voganti hoyarr por ?

Krishnashree Das ami age thekei asob bepar a sabdhan ha ha...

Md Razul Rabbi Abir অনলাইনে সবচেয়ে পারফেক্ট পাওয়া যাই বই । কারণ এগুলো নিম্নমানের হবার চান্স কম ।

বাকিগুলো দোকান থেকে কেনাই উত্তম ।
জান্নাতুল নাঈমা Ajke order korsilum akta diye gese arekta..phone dile bollo change hbe na.

Zibak Chakma ekdom baje ......dekai lion dei cat..

Ferdousi Begum apnar sathay akmot.sob copy

Rehab Jenny Valo, akhon porjonto protarito hoini

Mohammad J. Maher Ja bole add.a ta order dile bole j "sir ei item.ta nai"....to jodi na.e thake to add dey ken?....
মোহাম্মদ আলম রিয়েল Khub e baje oviggota. Daam beshi + apnader news tao shotti

Abul Bashar ekhono kininai.online a r ki kinbo .market theke dekhe bechhe kena jay nijer icchha moto.

Faisal Khan Forex akhoni.com onk somoy 2 number kapur thake jeta kinte tader 1500 taka lage seta tara 4 theke 5 hajar takai sell kore

Tahsin Malik Chowdhury tara shob garments theke rejected mal sell kore....taito online e

Tanzila Farah Wahid Tarin Dresser Pic..e thake ek clr..r delivery dey arek clr...very bad xperience

Fauzia Hina worst...... joghonno.... cheating....and commited myself not to walk in this way...evr nvr

Imi Chowdhury online shop is a trap... its totally cheating.

Tonima Shekh অনলাইন থেকে ইন্ডিয়ান কাপড় কিনে আমার অভিজ্ঞতা ভালো। ওরা রেপ্লিকা কাপড় বিক্রি করে না। বাজারে ইন্ডিয়ান কাপড়রের রেপ্লিকা ভরপুর। তাই কেনার আগে রেপ্লিকা কিনা যাচাই করা উচিৎ । আমি বিজ্ঞাপন অনুযায়ী পণ্য পেয়েছি। ডেলিভারি সিস্টেমটা ও ভাল ।
রিয়াদ কাইসার oviggot .. faltu..

Jafrin Neha Akdom right... Faltu jottosob..

Shamsul Alam Kub baje
Anwer Hossain Most of the company's are selling very low quality item in high price. This kind of companies will not last long.

Tapas Mandal Valo jinis dey na......
Masud Chowdhury Dont buy

Nahiyan Akram Kichu bhaalo kichu kharaap..

Zahid Ahmed 50-50

Biborno Neel Quality, its horrible.

Sadeq Saifullah Ami tshist kinci..photo akrokom ar ponno arakrokom

Prince Mahmudul Islam Prince Hmm i agreed..

Md.Mirajur Rahman Patwary একদম সঠিক!!আমি ১টা প্রোডাক্ট অর্ডার দিয়ে বেকুব বনে গেছি!!পরে ফেরদ দিয়ে দিয়েছি...অত্যন্ত নিম্নমানের প্রোডাক্ট!!!

Walid Afrashiab আমি কোন প্রতারনার শিকার হইনি এখনো পর্যন্ত
  Niloy Sona ভাল নয়।

Rasel Khan ami maximum time ei online shopping kori....tobe pic e jamon dekhay bastobe tamon hoy na r amar to akbar amon hoyese je jamar kisu part thik moto chilo r kisu part chiloi na...lol but abar kaw kaw khub valo produkt o day....depend kore apni kader kas theke kinsen...

Kamrul Hasan mash 2/1 age ekta t-shirt order korecilam (for the first time). sathe free gift o cilo. porerdin janano holo oita 1 piece e cilo & oiter moddhe quality problem cilo, tai tara ota amake delivery dibe na. Buzhlam na eta ki sotti na mitthe.

Jobair Rubel onurodh roilo online shopping ar sudhu kharap dik na valo dikgulo nio likhben. Thanks...

Tonmoy S Repon Baje khub baje

Sazzad Mahmud Shuvo অভিজ্ঞতা বাজে। বিপনী, এসো, যেমনখুশি, আজকের ডিল সহ আরো যেগূলা আছে ঐসব অনলাইন শপের ছবি আর পণ্যের গুণগত মানে ব্যাপক ফারাক। আর তার চেয়ে বড় কথা হল, আমি তিনবার তিনটা অনলাইন শপ থেকে জিনিস কিনছি...কিন্তু প্রত্যেক বারই আমার কাছে একই লোক মাল ডেলিভারী করে গেছে। শপ আলাদা হলেও এদের মালামাল আসলে একই। একই পণ্যের দাম একেক শপে একেক রকম। সবচেয়ে বড় জোচ্চুরিটা করে ঘড়ি, সানগ্লাস, জুতা এইরকম পন্যে।

বন্ধুরা এমন হাজারো মন্তব্য করেছেন বাংলানিউজের ফেসবুক ফ্যানপেজের বন্ধুরা। এবার অনলাইন থেকে কোনো কিছু কিনতে হলে এর মান সম্পর্কে অবশ্যই আগে নিশ্চিত হয়ে নেবেন। তবে ইন্টারনেটের এই সময়ে ভালো অনলাইন শপ নিশ্চয় আছে, যেগুলো ক্রেতার চাহিদা এবং পণ্যের মান নিয়ে কখনো আপোষ করে না।

আপনাদের মতামত এবং অভিজ্ঞতা জানাতে  https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।