ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিন্স অ্যান্ড অ্যারোমা কফি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
বিন্স অ্যান্ড অ্যারোমা কফি

সম্প্রতি রাজধানীর উত্তরায় 'বিন্স অ্যান্ড অ্যারোমা' নামের একটি কফিশপের উদ্বোধন করেন বিশ্বের অন্যতম ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
বিন্স অ্যান্ড অ্যারোমা কফিস বিন্স যত্ন সহকারে, মান নিয়ন্ত্রণ করে রোস্টিং করে গ্রাহকের কাছে সর্বোত্তম স্বাদের কফি পরিবেশন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



শপটির উদ্বোধনী বক্তব্যে সাকিব আল হাসান বলেন, কফি তার খুব প্রিয় পানীয়। দেশের বাইরে গেলে সেসব দেশের কফির স্বাদ নিতে তিনি ছোটেন সেরা সব কফি হাউসে।

বিন্স অ্যান্ড অ্যারোমার সাফল্য কামনা করে তিনি আরও বলেন, আশা করি এটা একদিন বিশ্বের অন্যতম সেরা কফিশপ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কফি ছাড়াও এখানে পাওয়া যাবে বিভিন্ন স্বাদের ডেজার্ট আর প্যাস্ট্রি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।