ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ছাড়ে জামদানি

লাইফষ্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
ছাড়ে জামদানি

এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ,প্রচার, আয় বৃদ্ধি এবং ক্রেতা ও উদ্যোক্তার মধ্যে পারস্পারিক সম্পর্ক স্থাপনের জন্য মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অষ্টম আন্তর্জাতিক উইমেন্স এসএমই বাণিজ্য মেলা-২০১৪।


 
প্রথম দিন থেকেই জমে উঠেছে আন্তর্জাতিক উইমেন্স এসএমই বাণিজ্য মেলা-২০১৪। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে ছাড় দিচ্ছে। মেলার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল রুপকথা জামদানি স্টলে। মেলার শুরু থেকেই সব ধরনের পণ্যে ২০% ছাড় দিচ্ছে রুপকথা জামদানি। জামদানি শাড়ির পাশাপাশি জামদানির টুপিস আর শিশুদের শাড়ি কিনতেও আসেন অনেকে।
 
এ সম্পর্কে রুপকথা জামদানির প্রধান নির্বাহী শারমিন রাবেয়া বলেন, মেলায় আমরা জামদানি শাড়ির যত্নের বিষয়ে সবাইকে তথ্য দিয়ে সাহায্য করছি এবং শাড়ি বিনামূল্যে পলিশ করা ছাড়াও ৬ মাসের মেম্বারশিপ দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।