ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিজয়ের রং-এ ইনফিনিটি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
বিজয়ের রং-এ ইনফিনিটি

বিজয়ের মাসে ইনফিনিটি আয়োজন করেছে বিজয়ের পোশাকের বিশেষ কালেকশন। পহেলা ডিসেম্বর থেকে প্রতিটি ইনফিনিটির আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে।



এই শীতে একটু মোটা কাপড়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে এবং রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল-সবুজের পাশাপাশি অন্য রং-গুলো এসেছে বিজয় দিবসের মর্যাদার সঙ্গে সমন্বয় রেখে।

দেখা যায়, স্মৃতিসৌধে ফুল দিতে বের হলে নারীরা শাড়ি  পরেন। আর বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেলে ফতুয়া বা কামিজেই তারা বেশি স্বচ্ছন্দ। এসব বিষয় মাথায় রেখে ফ্যাশন হাউস ‘ইনফিনিটি’ বাজারে এনেছে শাড়ি ও ফতুয়া আর ছেলেদের পাঞ্জাবি।  

ইনফিনিটির এসব পোশাকের দাম ১২৫০-৫৫৫০/- টাকা পর্যন্ত।

সেই ২০০৯ সাল থেকে নারী, পুরুষ, শিশুসহ সবার কাছে সেরা পোশাকটি পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।