ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আমাদের জন্য ডায়না’র্স কুজিন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
আমাদের জন্য ডায়না’র্স কুজিন

ভোজন রসিক রাজধানীবাসীর রসনা বিলাসে কন্টিনেন্টাল বাহারি খাবারের পসরা  নিয়ে যোগ হলো নতুন ঠিকানা ‘ডায়না’র্স কুজিন’। বনানী-১১ নাম্বার সড়কের জেনেটিক পয়েন্ট-১১ তে শুক্রবার রেস্টুরেন্টটির উদ্বোধন হয়।



উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, সাবেক সচিব জানেবুল হক, প্রিমিয়ার ব্যাংক ডিএমডি দেওয়ান আনোয়ারুল লতিফ, এসভিপি দেওয়ান ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

রেস্টুরেন্টটির ব্যবস্থাপনা পরিচালক নাসিমা রহমান হাসি বাংলানিউজকে বলেন, ‘খাবারে ভিন্ন স্বাদ দিতেই এটির যাত্রা। মানসম্মত খাবারের পাশাপাশি মুখরোচক ও স্বাস্থ্যসম্মত খাবারের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগী। ’

প্রাথমিক অবস্থায় অর্ধশত ভিন্ন ভিন্ন খাবার পাওয়া যাচ্ছে ডায়না’র্স কুজিনে। কাজু বাদামের পেস্ট্রি কেকের স্পেশাল ডেজার্ট ছাড়াও এখানে থাকছে কদবেল, জলপাইসহ বিভিন্ন ধরনের জুস।

সবধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে এখানে খাবারের দাম শুরু হয়েছে মাত্র ১৫০টাকা থেকে। একইদামে সেট লাঞ্চও পাওয়া যাচ্ছে।

উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের উৎসব চলছে রেস্টুরেন্টটিতে। প্রথম একমাস আসা সব ক্রেতাদের জন্য ২৫% ও থার্টি ফার্স্ট নাইটে ৩১% ছাড় দেয়া হচ্ছে।

ডায়না’র্স কুজিনের পক্ষ থেকে ক্যাটারিং সার্ভিসের পাশাপাশি ঘরে বসে অনলাইনে অর্ডার করলে পৌঁছে দেয়া হবে পছন্দের খাবার।

ঠিকানা:
ডায়নার্স কুজিন,
জেনেটিক পয়েন্ট ১১

লেভেল ০৯ (লিফটের ০৮), সড়ক ১১,
বনানী, ঢাকা-১০০০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।