ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সৌন্দর্য বাড়াতে নারীদের প্রতিদিন ব্যয় এক ঘন্টা

এনায়েত করিম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সৌন্দর্য বাড়াতে নারীদের প্রতিদিন ব্যয় এক ঘন্টা

ঢাকা: আদিকাল থেকেই রুপচর্চার প্রতি নারীদের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে বর্তমানে অলিতে গলিতে গড়ে উঠেছে বিউটি পার্লার।

সেই পার্লারে রুপচর্চা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন অনেক সৌন্দর্য পিপাসু নারী।

তবে সময় ও অর্থের কথা চিন্তা করে নিয়মিত এই পার্লারগুলোতে যাওয়া হয় না অনেক নারীর। কিন্তু তাদেরও রুপচর্চা থেমে থাকে না। শত ব্যস্ততা সত্বেও সময় বের করে রুপচর্চায় নিজেকে নিয়োজিত করেন নারীরা।

সৌন্দর্য বাড়াতে ৭৮ শতাংশ নারী প্রতিদিন প্রায় এক ঘণ্টা সময় ব্যায় করেন বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে।

সেই গবেষণা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সেটা বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রাপ্তঃবয়স্ক দুই হাজার ও ১৩ থেকে ১৯ বছরের মধ্যে (টিনস) বয়সী ১৬ নারীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, নারীরা তাদের চুল ও মেকআপের পেছনে বছরে ৩৩৫ ঘণ্টা সময় ব্যায় করে, যা দিন হিসেবে প্রায় ৫৫ মিনিট।

‘আইডিয়াল টু রিয়েল’ নামে এ গবেষণা পরিচালনা করে আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে’ শো এবং আমেরিকান অনলাইন এওএল।

এছাড়া ৬০ শতাংশ প্রাপ্তঃবয়স্ক নারী ও ৭৮ শতাংশ কিশোরী নিজেদের সৌদর্য নিয়ে সন্তুষ্ট থাকেন না বলেও গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।