ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বর্ণিল বসন্তে অঞ্জন’স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বর্ণিল বসন্তে অঞ্জন’স

বসন্ত কেন্দ্রিক উচ্ছাস আমাদের এখনও স্বভাবজাত। কেননা, এখন মানুষ ১ ফাল্গুনে মেতে ওঠে সার্বজনীন উৎসবে।

ভালেন্টাইন দিবসও যুগপৎভাবে আনন্দের খোড়াক যোগায় তারুণ্যে।

তাই বিশেষ মুহূর্তকে বর্ণিল পোশাকে রাঙাতে অঞ্জন’স এনেছে ডিজাইন বৈচিত্র্যের নতুন প্রোডাক্ট লাইন। কটন, লিলেন, খাদি, ভয়েল, তাঁত কটন কাপড়ে প্রাধান্য দেয়া হয়েছে বাসন্তি, হলুদ, কমলা রং-এর। উৎসবের রং-এ রাঙাতে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া এবং পাঞ্জাবির নয়া সব কালেকশন থাকছে এবার।

বাড়ির ছোট্ট সদস্যের জন্যও রং এবং ডিজাইন ভিন্নতার বসন্তের পোশাক এনেছে অঞ্জন’স। এমব্রয়ডারি, স্ক্রিণ প্রিণ্টসহ এসব পোশাকের ক্যানভাসে ফুটে উঠেছে সার্বজনীন উৎসবের আবহ। এছাড়াও প্রিয়জনকে অন্যান্য উপহার বা লাইফস্টাইল প্রোডাক্ট দিতে যেতে পারেন অঞ্জন’স এর আউটলেটে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।