ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এশিয়ার সাত দেশে ফুডপান্ডা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
এশিয়ার সাত দেশে ফুডপান্ডা

এশিয়ার সাতটি দেশের প্রধান সাতটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার সাথে কাজ করতে সম্মত হয়েছে। এর ফলে এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইনে খাবার সরবরাহে এখন থেকে নেতৃত্ব দেবে ফুডপান্ডা।



ভারতসহ এশিয়ার অন্য ৬টি দেশ হল মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইনস, পাকিস্তান, হংকং এবং থাইল্যান্ড। এসব দেশের যেসব প্রতিষ্ঠান ফুডপান্ডার সাথে কাজ করবে সেগুলো হল ভারতের জাস্ট ইট, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের রুম সার্ভিস, ফিলিপাইনের সিটি ডেলিভারি, পাকিস্তানের ইট লাভ, হংকংয়ের কোজিনেস এবং থাইল্যান্ডের ফুড বাই ফোন কোম্পানি।

ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাফ ওয়েনজেল বলেন, সাতটি দেশের প্রধান প্রধান কোম্পানিগুলো আমাদের সাথে কাজ করতে সম্মত হওয়ায়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফুডপান্ডা এখন মার্কেট লিডার। এসব কোম্পনির পূর্ব অভিজ্ঞতা এবং আমাদের অব্যাহত প্রচেষ্টায় ফুডপান্ডার গ্রাহকরা এখন থেকে আরো উন্নতমানের সেবা পাবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।