ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বিরল এ সম্মান দেশের জন্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, মার্চ ১৬, ২০১৫
বিরল এ সম্মান দেশের জন্য

বিশ্বের অন্যতম জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড ল’রিয়েল মেকআপ আর্টিস্টদের নিয়ে আয়োজন করেছে দি ব্রাশ কন্টেস্ট।

সবগুলো দেশকে ১১টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগিতা এখন তৃতীয় পর্বে।

এই কন্টেস্টে মালোয়েশিয়া রিজনে বাংলাদেশের একমাত্র প্রার্থী ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম প্রথম পর্বে ১০ হাজারের বেশি প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৫০ জনের মধ্যে সিলেক্ট হন।

এরপর শুরু হয় দ্বিতীয় পর্বে দর্শকদের ভোট। এখানে সবাইকে টপকে প্রথম হয়ে ফারনাজ আলম আমাদের দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন।

একজন বাংলাদেশি হিসেবে ফারনাজকে ভোট দিয়ে প্যারিসের পথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বর্তমানে ল’রিয়েল এর দি ব্রাশ কন্টেস্ট-এ পরবর্তী রাউন্ড বুটক্যাম্পে অংশ নিতে ফারনাজ মালোয়েশিয়া ‍আছেন।

প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব হবে ফ্যাশনের স্বর্গভূমি প্যারিসে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।