ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

তামিমের ব্যাটে কেইমু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, এপ্রিল ২০, ২০১৫
তামিমের ব্যাটে কেইমু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ডহিটার ওপেনার তামিম ইকবালের সাথে জনপ্রিয় অনলাইন শপ কেইমুর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এখন থেকে কেইমুর স্টিকারযুক্ত ব্যাট দিয়ে ব্যাটিং করবেন তামিম ইকবাল।



সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে তামিম ইকবালসহ আরো উপস্থিত ছিলেন কেইমুর প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দা উমায়েলা আক্তার, কেইমু বাংলাদেশের পার্টনারশিপ প্রধান জর্জ ওলফ ও ভেঞ্চার ডেভলপার ভিভাব কৃষ্ণ।

সৈয়দা উমায়েলা আক্তার বলেন, তামিম ইকবাল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান তাই আমরা তাকে বেছে নিয়েছে। এছাড়া যেকোন ক্রিকেটারের সাথে এটি আমাদের প্রথম চুক্তি।

কেইমু বাংলাদেশের প্রধান নির্বাহী জর্জ ওলফ বলেন, তামিম ইকবালের মত একজন ভাল পারফরমার ব্যাটসম্যান কেইমুকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে বলে আমরা আশা করছি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।