ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

কোবেতে বুফে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, এপ্রিল ২১, ২০১৫
কোবেতে বুফে

বনানী ১১ নম্বর রোডে বাংলাদেশে প্রথমবারের মত সম্পূর্ন জাপানি ফিউশন ধাঁচের  রান্না নিয়ে এসেছে কোবে স্টেক অ্যান্ড সিফুড রেস্টুরেন্ট।

কম খরচে যারা জাপানের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে চায় তাদের জন্য মাত্র চারশ নিরানব্বই টাকায় জাপানি স্বাদের সালাদ বুফে।


undefined


এতে রয়েছে রাইস, ফ্রাইড রাইস, স্পেশাল সালাদ ব্রেড, স্যুপ, বিভিন্ন প্রকার জাপানিজ স্টাইল সালাদ, হরের রকমের ডেজার্ট এবং জাপানের বিখ্যাত খাবার গিয়ূদন (জাপানিজ স্টুড বিফ) আরও পেতে পারেন জাপানের বিখ্যাত চিকেন য়াকিতোরি (টেরিয়াকি স্টাইল চিকেন)।

মাত্র  আটশ আশি টাকায় একহাজার টাকার কমে পাওয়া যাবে সুস্বাদু বিফ, চিকেন অথবা সি ফুড আইটেম যার সাথে সালাদ বুফে সম্পূর্ণ ফ্রি।

বাড়িতে কিংবা অফিসে বসে কোবে স্টিক এ্যান্ড সিফুড উপভোগ করতে পারেন যার মূল্য শুরু মাত্র পাচঁশ টাকা থেকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।