ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চায়ের রাজ্য!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
চায়ের রাজ্য!

নানা স্বাদের চা নিয়ে যাত্রা শুরু করলো চিত্রা অর্গানিক চা। এটি চিত্রা অর্গানিক ফার্মসের একটি প্রতিষ্ঠান।



নতুন এ চায়ের রাজ্যে পাওয়া যাবে ২১ পদের চা। সব চা-ই অর্গানিক। রেসিপিও ভিন্ন। ফলে স্বাদও পাওয়া যাবে আলাদা। এছাড়া চায়ের সঙ্গে কেউ টা-ও খেতে চাইলে পাবেন। সেজন্য আছে আরও কিছু দেশি খাবার। সব মিলিয়ে ভিন্ন এক চায়ের জগৎ।

চিত্রার কর্ণধার শাহজাহান শাহীম বলেন, ‘এতোদিন আমরা নগরের মানুষকে বিষমুক্ত উপায়ে উৎপাদিত চাল, আটা, মশলাসহ বিভিন্ন কৃষিপণ্য পৌঁছে দিয়েছি। এরই ধারাবাহিক সফলতায় এবার আমরা নগরের মানুষকে দিতে চাই চায়ের ভিন্ন স্বাদ।

চা ছাড়া চিত্রার আরও রয়েছে বিভিন্ন চাল, ডাল, মুড়ি, আটা, গুড়, মাশরুম, তেল, সেমাই, আচার, যবের ছাতু, ঘি, মধু ও সবজি। ঠিকানা : ৮০ মালিবাগ, ডিআইটি রোড, ঢাকা। যোগাযোগ : ০১৭১১০৫২৯৭৫।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।