ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বারবিকিউ ফ্লামস এ সামার ফুড ফেস্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মে ৭, ২০১৫
বারবিকিউ ফ্লামস এ  সামার ফুড ফেস্ট

গুলশান ১ এর বারবিকিউ ফ্লামস এ চলছে সামার ফুড ফেস্ট। মাত্র ৮৫০ টাকার দুইটি ডিনার প্যাকেজ কিনলেই পাওয়া যাবে  একটি ফ্রি আনলিমিটেড বাফেট ডিনার যাতে থাকছে প্রায়  ৪৬টি সুস্বাদু খাবার।



পেশওয়ারি খাবারের জন্য সুপরিচিত এই বারবিকিউ ফ্লামস এ  নানা ধরনের পেশওয়ারি কাবাব,কান্দাহারি নান,বৈচিত্রময় স্বাদের ধূমায়িত স্যুপ,এপিটাইজার,বিভিন্ন ধরনের সালাদ,মুখরোচক ডেসার্ট ছাড়াও  ইন্ডিয়ান নানা পদ আর চাইনিজ খাবারের স্বাদও পাওয়া যাবে এখানে।

এছাড়া বুফে লাঞ্চ পাওয়া যাবে মাত্র ৪৯৯ টাকায় ।
     
যোগাযোগ:  ৯৮৯৯২২৫,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।