ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গরমের ক্যাটস আই

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
গরমের ক্যাটস আই

সময়টা যুতসই ফ্যাশন বান্ধব নয়। গরমের কারণে পরিবর্তন এসেছে বাহ্যিক আউটফিটেও।

এ সময়টায় লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে তৈরি গার্মেন্টই বেশি জনপ্রিয়তা পাচ্ছে।

সামার সিলেকশনে ফ্লোরাল প্রিন্ট, জিগজ্যাক বা জিওমেট্রিক মোটিফের বটম এবং উজ্জ্বল বা হালকা কন্ট্রাস্টের টপস থাকছে তরুণীদের হট সিলেকশনে। তাই ক্যাটস আই-এর এ গরমের সময়ে পরবার আউটফিটগুলো পাশ্চাত্য লুকে আপনাকে প্রকাশ করার জন্য হতে পারে সহজ সমাধান।

পুরুষদের ক্যাজুয়াল বা ফরমাল আউটফিটের পাশাপাশি কালারফুল পিকে পলো, প্যান্ট বা শার্ট পাবেন ক্যাটস আই এর বসুন্ধরা সিটি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের শোরুমে। এছাড়া ফেসবুক পেইজে আপডেট তো থাকছেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।