ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বৃষ্টির সাজ-যত্নে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বৃষ্টির সাজ-যত্নে ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায়ই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। আর তখন প্রয়োজন হয় একটু বাড়তি সাজগোজ।

এই বৃষ্টির সময় ঝটপট ঘরে সাজের কিছু পদ্ধতি জেনে নিলে প্রয়োজনে কাজে দেবে। আজকের পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম।

ফারনাজ আলম বলেন, প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজার মেখে ১০ মিনিট অপেক্ষা করুন।

এবার ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন। বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে নিন। এবার কমপ্যাক্ট পাউডার দিয়ে মুখে বেইস করে নিন।  

বাদামি বা পিচ্ রঙের ব্লাশন ব্যবহার করতে পারেন। হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ, সাদা ও সোনালি রঙের মিশ্রণে আইশ্যাডো দিয়ে চোখটাকে সাজাতে পারেন। এসময় হালকা মেকআপই ভালো। কপালে ছোট গোল টিপ পরতে পারেন।

মাশকারা ও আইলাইনার ব্যবহার করলে, অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। ঠোঁটে লিপিস্টিক লাগিয়ে সাজ শেষ করুন।

অনেকেই চুল খোলা রাখতে পছন্দ করেন। তবে বৃষ্টির সময়ে খোলা রাখার চেয়ে হালকা অথবা আঁটসাঁট করে খোঁপা করে নিতে পারেন।

রোদ দেখে বাইরে বের হবার পর এক পশলা বৃষ্টি নষ্ট করে দিতে পারে আপনার সাজগোজ। তাই পোশাকটাও ভেবেচিন্তে নির্বাচন করাটাই ভালো। বৃষ্টির দিনে পাতলা শাড়ি এড়িয়ে চলুন।

বাড়ি ফিরে ভালোভাবে মেকআপ তুলতে হবে। এ জন্য দরকার মেকআপ ক্লিনজার। তুলার সাহায্যে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ তুলুন। এরপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। পরিষ্কার ত্বকে ক্রিম অথবা নাইট ক্রিম ব্যবহার করুন।

বর্ষায় সুন্দর থাকতে নিয়মিত কিছু যত্ন নেওয়াও খুব জরুরি বলে উল্লেখ করেন ফারনাজ আলম। ঘরেই খুব সহজে কীভাবে ত্বক ও চুলের যত্ন নিতে পারি সে পরামর্শও দেন তিনি।

চন্দন বাটা-১ টেবিল চামচ, টমেটোর রস-১ চা চামচ, শসার রস-১ চা চামচ এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অথবা মুলতানি মাটি-১ টেবিল চামচ, গোলাপ জল-১ চা চামচ, লেবুর রস-১ চা চামচ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ঘরেই করতে পারেন হাত পায়ের যতœও। বাসায় ফিরে গরম পানিতে শ্যাম্পু দিয়ে হাত পা ভিজিয়ে রেখে পরিস্কার করতে পারেন। তারপর ভালো কোনো ব্রান্ডের ময়েস্চারাইজার মেখে নিন।

বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি অনেকক্ষণ মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় ফাংগাল ইনফেকশন হতে পারে।

চুলের যরত্ন সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

নিজের যত্ন নিন। বৃষ্টি উপভোগ করুন সুন্দর থেকে।




মেকআপ: ওমেন্স ওয়ার্ল্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।