ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

শুরু হলো আমের মেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
শুরু হলো আমের মেলা

ফরমানিলমুক্ত আমের মেলা শুরু হয়েছে ৩৬ কারওয়ান বাজারে (ওয়াসা ভবনের পেছনে)। কামাল এগ্রো ফ্রুটস এ মেলার আয়োজন করেছে।



 ৩১ মে সকাল সাড়ে ১১ টায় মেলার উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী ও দুইবার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম ছরোয়ার (লিটন) প্রমুখ।

মেলায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের রানী পসন্দ, গোলাপভোগ, হিমসাগর, লেংড়া, আম্রপলি, হাঁড়িভাঙা, সুরমাফজলি, নাগফজলি, লক্ষণভোগ এবং ফজলিসহ বিভিন্ন প্রজাতির আম পাওয়া যাবে।

মেলায় কেনার পাশাপাশি ফোনে অর্ডার দিলে এসব আম ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অর্ডার দেয়া যাবে ০১৭১৩০২৬৫২৫ নম্বরে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।