ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বরিশালে রিচম্যান-লুবনান’র শো-রুম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
বরিশালে রিচম্যান-লুবনান’র শো-রুম উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে যাত্রা শুরু হলো খ্যাতনামা ফ্যাশন হাউস রিচম্যান-লুবনান’র।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর বিবির পুকুরের পশ্চিম পাড়ে ফাতেমা বিজনেস সেন্টারের নিচতলায় এ ফ্যাশন হাউসের শো-রুমের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।



এ সময় উপস্থিত ছিলেন লুবনান ট্রেড কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর আদিল হোসেন নোবেল।

ফ্যাশন সচেতন নারী-পুরুষের দীর্ঘদিনের চাওয়া পূরণ করতেই বরিশালে রিচম্যান-লুবনান’র এক্সক্লুসিভ এ শো-রুম খোলা হলো বলে জানিয়েছেন শো-রুমের ম্যানেজার মো. লোকমান।

তিনি জানান, এখানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টি-শার্ট, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক, বেল্ট, পারফিউম, ওয়ালেটসহ বিভিন্ন ধরনের ফরমাল ও ক্যাজুয়াল পোশাক রয়েছে।

তবে ঈদের আগে এ শো-রুমটিতে আরো মূল্যবান ও নতুন নতুন পোশাক ও পণ্য আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ম্যানেজার মো. লোকমান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।