ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বসুন্ধরা সিটিতে মাসব্যাপী ছাড়ে কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ১৪, ২০১১
বসুন্ধরা সিটিতে মাসব্যাপী ছাড়ে কেনাকাটা

তীব্র গরম আর দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠছে ঠিক তখনই ক্রেতাদের কথা মাথায় রেখে পুরো মে মাস জুড়ে দেশের সর্ববৃহৎ শপিং সেন্টার বসুন্ধরা সিটিতে চলছে অভাবনীয় মূল্য ছাড়।

বসুন্ধরা সিটির প্রতিটি লেভেলের বেশিরভাগ দোকানগুলোতেই ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।



মাসের কিন্তু অর্ধেক শেষ। যারা এই বিশেষ ছাড়ে সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি এখনো কেনেন নি। তারা যত দ্রুত সম্ভব পান্থপথে বসুন্ধরা সিটিতে যান এবং প্রয়োজনীয় সব কিনুন আগের চেয়ে অনেক কম মূল্যে।

পোশাকের দোকান, জুতার দোকান ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর পাবেন বিশেষ ছাড়। আপনি ইচ্ছা করলে এখন সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য কিনে, পরে প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারেন।

টিপস: শুধু কমদামে পাওয়া যাচ্ছে বলে অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করবেন না। প্রয়োজন, পোশাকের মাপ এবং মান সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই ছাড়ে পণ্য কিনুন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ১৪ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।