ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সাদাকালোর প্রদর্শনী ও ফ্যাশন-শো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
সাদাকালোর প্রদর্শনী ও ফ্যাশন-শো

সম্প্রতি ধানমন্ডির ‘গ্যালারি টোয়েন্টিওয়ান’ শুরু হয়েছে ফ্যাশন হাউস সাদাকালোর কিউবিজম শিল্পধারায় ঈদ প্রদর্শনীর।  

কিউবিজম শিল্পধারায় সাদাকালোর পোশাকের ডিজাইন নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নজরুল ইসলাম, রবিউল হুসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী কনক চাঁপা চাকমা, খালিদ মাহমুদ মিঠু।

উদ্বোধনের পর আজরা মাহমুদের পরিচালনায় ফ্যাশন-শো অনুষ্ঠিত হয়। এবারের ঈদের পোশাক পরে মঞ্চে আসেন সাদাকোলোর মডেল ইমি, হিরা এবং সুজন।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্যালারি টোয়েন্টিওয়ান এর পরিচালক শিল্পী সুব্রানা।

ফ্যাশন-শোতে শাড়ি, সালোয়ার-কামিজ, স্কার্ট-টপস,পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি শার্ট প্রদর্শীত হয়। প্রর্দশনী চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।

স্থান: ‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’ ১১তলা, ৭৫১ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।

কিউবিজম: প্রচলিত শিল্পবিশ্বাসকে নতুন করে কিউবিজম শিল্পপ্রক্রিয়ার রূপ দেয়া হয়। কিউবিজমের মাধ্যমে সকল বস্তুকে জ্যামিতিক কয়েকটি আকৃতিতে তৈরি করা হয়, বস্তুর বিভিন্ন অবস্থানকে স্বচ্ছ অংকনশৈলীতে দৃশ্যমানতায় উপস্থিত করা কিউবিজমের মূল শিল্পপ্রক্রিয়া।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।