ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ঈদের পোশাক

দেশের ঈদ বাজার বেশ জমে উঠছে। দোকানীরা তাদের পশরা সাজিয়ে ‍অপেক্ষা করছেন।

আমাদের পাঠকবন্ধুদের কেনাকাটা আরও সহজ করতে আমরা নিয়মিত জানিয়ে দিচ্ছি ফ্যাশন হাউসগুলোর ঈদ কালেকশন সম্পর্কে।

জীনাত
বনানীতে অবস্থিত জীনাত ফ্যাশন এবার ঈদে তাদের পোশাকে এনেছে নতুনত্ব। সবার চেয়ে আলাদা, একটু অন্যরকম ও আরামদায়ক পোশাক নিয়ে সাজানো জীনাতের পোশাকগুলোতে একদিকে যেমন পাওয়া যাবে উৎসবের আমেজ অন্যদিকে পাওয়া যাবে বর্ষার রূপ।

সাদা, হলুদ, সবুজ, নীল, বগুনীসহ সব ধরনের রং-এর ব্যবহারে তৈরি করা হয়েছে সব পোশাক। শুধু পছন্দসই পোশাকই নয়, কেউ চাইলে নিজস্ব ডিজাইন কিংবা ক্যাটালগ থেকে তৈরি করে নিতে পারেন নিজের ঈদের পোশাক।

এছাড়াও বিয়ের বর-কনের জন্য জীনাত এনেছে আকর্ষণীয় শাড়ি, লেহেঙ্গা, লং ড্রেস, লহেঙ্গা স্টাইল শাড়ি, গর্জিয়াস ব্লাউজ, এবং দোপাট্টা।

প্রতিটি পোশাকে করা হয়েছে এক্সক্লুসিভ এমব্রয়ডারি, জরি, মূল্যবান পাথর এবং কারচুপির কাজ।

জীনাতে  আছে বর-কনের গায়ে হলুদ, রিসিপশন এবং পরিবারের সবার জন্য মানানসই পোশাক। উল্লেখ্য, পোশাক কেনার পর ক্রেতাদের সুবিধার্থে বিনামূল্যে ফিটিং করে দেয়া হয়।

ঠিকানা : আভা নীড়, বাড়ি ৫৪ (অ্যাপার্টমেন্ট ১/বি), রোড ১১, ব্লক এফ, বনানী, ঢাকা।

মেন্স ওয়াল্ডের
এই ঈদে মেন্স ওয়ার্ল্ড নিয়ে এসেছে আরামদায়ক, সময়োপযোগী, রুচিশীল ডিজাইনের নানা ধরনের পোশাক। এবার ঈদ আয়োজনে থাকছে পাঞ্জাবি শর্ট পাঞ্জাবি, টি-শার্র্ট, হাফ হাতা বা ফুল হাতার ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট ও জিন’স প্যান্ট। ঈদ উপলক্ষে এসব পোশাকে ব্যবহার করা হয়েছে নানা মোটিভ ও ডিজাইন।  

৫০টি নতুন ডিজাইনের শর্ট ও লং পাঞ্জাবি এনেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন রং ও ডিজাইনের এসব পাঞ্জাবির দাম ১ হাজার ২৫০ থেকে ২ হাজার ৯৫০ টাকা। বাহারি ডিজাইনের এ পাঞ্জাবিগুলোর ডিজাইনে একদিকে যেমন করা হয়েছে উৎসব উপযোগী ডিজাইন অন্যদিকে ঋতু বিবেচনায় ব্যবহার করা হয়েছে রং। ক্যাজুয়াল ও ফরমাল অফ হোয়াইট, সাদা, হালকা নীল, সবুজ রঙের স্টাইপ, চেক ও ফুলেল মোটিভের শার্ট গুলোর দাম ১ হাজার ২৫০ থেকে ২ হাজার ২৫০ টাকা মধ্যে। হালকা নীল, সবুজ, হলুদ, অ্যাশ কালারের টি-শার্টগুলোতে করা হয়েছে নান্দনিক নানা ডিজাইন। আর দামও রয়েছে হাতের নাগালে।

মেন্স ওয়ার্ল্ডের নিজস্ব ডিজাইনে তৈরি এসব পোশাকে একদিকে যেমন ব্যবহার করা হয়েছে গরম উপোযোগী কাপড় তেমনি উৎসবের আমেজ আনতে এর ডিজাইনে রয়েছে জমকালো ভাব। এসব এক্সক্লুসিভ পোশাক পাওয়া যাবে মেন্স ওয়ার্ল্ডের সবগুলি শোরুমে।

টপ টেন ফেব্রিক্সে ছাড়
ঈদ উপলক্ষে টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স সব ফেব্রিক্সে ১০শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড় চলবে চাঁদ রাত পর্যন্ত।

বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ড রেমন্ড, অরবিন্দ, রিড অ্যান্ড টেইলর, মন্টি, মকসা, ক্লাব, গাবিয়া, মুরারজি, ওসিএম ও লিলেন ইত্যাদি পিস কাপড় ও থান কাপড়ে সাজানো হয়েছে শোরুমগুলো।

আধুনিক ফ্যাশনেবল শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুটসহ সব ধরনের মানানসই পোশাক তৈরির সুযোগ রয়েছে এখানে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।