ঢাকা: নারী মিলনমেলায় পপ অব কালার (Pop of Color) বর্তমানে একটি পরিচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ গ্রুপের সব কার্যক্রম।
মূলত ফেসবুকে পপ অব কালারের রয়েছে গ্রুপ। শুধুমাত্র নারীদের নিয়ে গড়া এ গ্রুপ থেকে এবার আয়োজন করা হয়েছে এক ভিন্নধর্মী মিলনমেলার।
এতে দেশ-বিদেশের সব নারী একসঙ্গে হওয়ার আহ্বান জানানো হয়েছে। মিলনমেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা, খেলা, পুরষ্কার বিতরণীসহ নানান আয়োজন। এ আয়োজন হতে যাচ্ছে আর্মি গলফ ক্লাবের প্লাম ভিউতে।
মূলত নারী উন্নায়নের ভূমিকা, নারীদের সফলতার গল্প, নারী প্রতিভাগুলো একত্রিত করা, প্রতিভা বিকাশ আর অগ্রযাত্রার কথাসহ আরও বিভিন্ন দিকের প্রচার-প্রসারই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়া থাকছে বিভিন্ন ব্রান্ডের আকর্ষণীয় ছাড়।
সব বয়সী নারী ফেসবুকের মাধ্যমে যোগ দিতে পারবেন ‘পপ অব কালার’ গ্রুপে। এজন্য ‘Pop of Color’ লিখে সার্চ করতে হবে।
গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাত হাজারের কাছাকাছি। মিলনমেলা বিষয়ক বিভিন্ন তথ্য জানানো হবে গ্রুপে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আইএ