ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শিশুদের পণ্য অনলাইনে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
শিশুদের পণ্য অনলাইনে

সময়ের পথ পরিক্রমায় ২০১৫-তে দেশীয় ব্র্যান্ড ‘ক্যাটস আই’ নিজেদের ট্রেন্ডি অয়্যার-এখন জনপ্রিয় ইয়াং থেকে পরিবারের কনিষ্ঠ সদস্যদের কাছে।

এবার ব্র্যান্ডটির ৩৫ বছরে যাত্রায় আরও একটি কো লেবেল যুক্ত করেছে নাম ক্যাটস আই কিডস।

মূলত পরিবারের  ছোট্ট শিশুটির ফরমাল ও ক্যাজুয়াল ফেস্টিভ আউটফিটই  প্রাধান্য পাবে নতুন এই লেবেল-এ।

সময়ের সঙ্গে সঙ্গে মানানসই পোশাক বেছে নেয়াটা জরুরি শিশুদের ক্ষেত্রে। গরমের এই সময়টায় ফেব্রিক ভেরিয়েশনে ক্যাটস আই কিডজ-এ থাকছে মানানসই সেইসব পোশাক-যা অভিভাবকরা খুঁজছেন প্রিয় সন্তানটির জন্য।

পাশ্চাত্য পোশাকের পাশাপাশি দেশীয় ট্রেডিশন্যাল বর্ণিল পোশাকগুলো আপনার প্রিয় শিশুটিকে রাখবে কমর্ফোটেবল ও স্মার্ট।

শিশুদের জন্য এখানে রয়েছে স্কার্ট, বটম, টপস, ফ্রক, টিউনিক পোশাক, শার্ট, প্যান্ট, গাউন প্যাটার্ন পোশাক। উল্লেখ্য, ক্যাটস আই কিডজ- শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত আটটি স্টোর থেকে কেনার সুযোগ থাকবে।

তবে অনলাইনে www.catseye.com.bd  ঠিকানা থেকে যেকেউ ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন শিশুটির প্রিয় জন্য।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।