ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মিক্সড ফ্রুট সালাদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ২৫, ২০১১
মিক্সড ফ্রুট সালাদ

আজকাল মায়েদের অভিযোগের অন্ত নেই। বাচ্চারা ফল খেতে চায় না।

অথচ আপনারা তো জানেন ফল খাওয়াটা কত প্রয়োজন। শিশুরা কিন্তু দেখতে সুন্দর হলে খেতেও পছন্দ করে। তাদের পছন্দ অনুযায়ী একটি সালাদ তৈরি করে দেখুনতো কী করে।

উপকরণ : কলা ২ টি, আনারস ২ কাপ, কমলা ২ টি, লাল আঙ্গুর ( বিচি ছাড়া ) ১ কাপ, স্ট্রবেরি ১ কাপ, অরেঞ্জ জুস ১/২ লেবুর রস ১/৪ কাপ, চিনি ১/৪ কাপ লেবুর খোসা কুচি ১/২ চা চামচ দারুচিনি ১ টুকরো এবং আইসক্রিম ২ কাপ।

একটি পাত্রে সব ফল চিনি এবং আইসক্রিম দিয়ে মেশান।

এবার সুন্দর একটি পাত্রে আরও আইসক্রিম দিয়ে সাজিয়ে আপনার বাচ্চাকে খেতে দিন। দেখবেন আইসক্রিমের লোভেই সে ফলগুলোও খেয়ে নিয়েছে।

আপনি পছন্দমতো ফল এবং যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিয়েই খুব সহজে সালাদটি তৈরি করতে পারেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।