ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

লাইফস্টাইল

আসছে ডেনিম প্লেগ্রাউন্ড ২০১৫

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, সেপ্টেম্বর ১০, ২০১৫
আসছে ডেনিম প্লেগ্রাউন্ড ২০১৫

সবার পছন্দের শীর্ষে আজ ডেনিম পোশাক। আরামদায়ক, টেকসই, ফ্যাশনেবল হওয়ার কারণে সারা বিশ্বে আজ ডেনিম কাপড়ের জয়জয়াকার।



এই ধারাবাহিকতায় ডেনিম জিনস ডট কম বাংলাদেশ চতুর্থবারে মতো, দুই দিনের বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে রাজধানীর র‌্যাডিসন হোটেলে। আগামী ৭-৮ অক্টোবর হবে ডেনিমের জমকালো প্রদর্শনী।

দেশবিদেশের ডেনিম উদ্যোক্তাদের মিলনমেলার এবারের থিম ‘ডেনিম প্লেগ্রাউন্ড’ এবং ঢাকার এ আয়োজনের থিম হবে ‘ডেনিম প্লেগ্রাউন্ড ঢাকা’।

এ বিষয়ে ডেনিম অ্যান্ড জিনস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল বলেন, সারা দুনিয়ায় ডেনিমের যে বাজার সম্ভাবনা রয়েছে সেখানে ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান দখল করছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে এ মুহূর্তে জিনসের বৃহত্তম রপ্তানিকারক আমরাই।

পাশাপাশি, বাংলাদেশের তৈরি পোশাক ভারত, চীন, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের বাজারগুলোতেও জনপ্রিয় হয়ে উঠছে। ডেনিম ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য যে পর্যায়ের অবকাঠামো, জনবল এবং আর্থিক সূচক থাকা আবশ্যক তার বিচারেও এক অনন্য অবস্থানে রয়েছে বাংলাদেশ।

গতবারের আয়োজনে ব্যাপক সাড়া এবারও ‍অব্যাহত থাকবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠানটি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।