কামিজের কাটিং আর ছাটে প্রাধান্য দিয়ে এবার এর ঘের, স্লিভ, নেকলাইনে বৈচিত্র্য আনা হয়েছে।
এমব্রয়ডারি আর প্রিন্ট মাধ্যমে ফেব্রিক ব্যবহার হয়েছে কটন, লিনেন কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক, সিল্ক।
সিলভার ও বিভিন্ন ধরনের মেটালে তৈরি চুড়ি, বালা, কানের দুল, মালা, পায়েল, আংটি ও নেকলেস সেটও আছে এবারের ঈদ আয়োজনে। পাশাপাশি পরিবারের কনিষ্ট শিশুর জন্যও থাকছে শাড়ি, ফ্রক, পাঞ্জাবি আর সালোয়ার কামিজ।
অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, প্রতিটি উৎসব সবার জন্য। তাই সব বয়সের, সব স্তুরের মানুষের জন্য সাধ্যের মধ্যে রুচিশীল দেশি পোশাক ও অনুসঙ্গ তৈরি করি আমরা।