ডেনিমস অ্যান্ড জিন্স শো-এর প্রথম সন্ধ্যায় বুধবার (৭ অক্টোবর) ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বিভিন্ন দেশের ডেনিম-জিনস ব্র্যান্ড, বায়িংহাউস, উদ্যোক্তা, ফ্যাশন বিশেষজ্ঞ, ষ্টোক হোল্ডারসহ দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
রাজধানীর র্যাডিসন ব্লুর উৎসব হল আগেই সেজে ছিলো অতিথিদের এক তারা ঝলমলে সন্ধ্যা উপহার দিতে।
সন্ধ্যা গড়িয়ে তখন প্রায় আটটা। হলরুম জুড়ে নিরবতা। হঠাৎ মাইকে স্বাগত জানালো মুনমুনের মিষ্টি কণ্ঠ। তার সাবলীল উপস্থাপনায় এরপর একেরপর এক কিউ তে দেখানো হলো আমাদের দেশে তৈরি নজড়কাড়া সব ডেনিম পোশাক।
ডেনিম দিয়ে যে এতো ধরনের ফ্যাশনেবল পণ্য তৈরি হতে পারে তা দেখে মুগ্ধ হন অতিথিরা।
লুনার কোরিওগ্রাফিতে দেশসেরা ৠাম্প মডেলরা অংশ নেন শো-তে।
সবার আগে সংবাদ দেওয়ার জন্য বাংলানিউজকে ধন্যবাদ জানিয়ে ডেনিমস অ্যান্ড জিন্স.কম এর উদ্যোক্তা সন্দীপ আগোরওয়াল বলেন, ডেনিম শিল্পের সমৃদ্ধি ও ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।
এরআগে বুধবার সকালে রাজধানীর র্যাডিসন ব্লু, ঢাকা হোটেলে দুইদিন ব্যাপী চতুর্থ ডেনিমস অ্যান্ড জিনস.কম বাংলাদেশ শো ২০১৫ উদ্বোধন করেন বাংলাদেশে নিয়োজিত ভারত সরকারের হাই-কমিশনার পঙ্কজ শরন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোয়েব চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।