ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

দৃকে এক্সপো ২০১৫

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
দৃকে এক্সপো ২০১৫

ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে অ্যানুয়াল কনফারেন্স ও এক্সপো ২০১৫। আলোকচিত্রী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন সোমবার (১২ অক্টোবর) থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ফুজিফিল্মের পরিবেশনায় তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।  

দেশ সেরা ১৭ জন ওয়েডিং ফটোগ্রাফার নিয়ে ওয়েডিং ও পোর্ট্রেট ফটোগ্রাফারস অফ বাংলাদেশ (ডব্লিউপিপিবি) প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে।

কর্মশালায় আলোকচিত্রী  গোলাম মোস্তফা, চঞ্চল মাহমুদ, রফিকুল ইসলাম, পল ডেভিড বারিকদারসহ আরও অনেকে আলোচনা করেন ওয়েডিং ও পোর্ট্রেট সংক্রান্ত বিষয়ে।

উদ্বোধন করা হয় এক্সপো। ক্যামেরা বিক্রয়কারী প্রতিষ্ঠান, ফটো প্রিন্ট ও ক্যামেরা সার্ভিসিং প্রতিষ্ঠানসহ সম্পৃক্ত আরও অনেক প্রতিষ্ঠান পসরা সাজিয়ে বসেন তাদের পণ্যের।

সনি, ফুজিফিল্ম, ম্যানফ্রটোসহ বেশকিছু আন্তর্জাতিক ব্র্যান্ড এ আয়োজনে অংশ নিয়েছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।