ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ড্রিমউইয়েভার ১২-তে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ড্রিমউইয়েভার ১২-তে

ডব্লিউপিপিবি(ওয়েডিং এন্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ) আয়োজন করছে ১৯-২১ নভেম্বর তিনদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল।

গুলশান-১ এর শুটিং ক্লাবে এই ফেস্টিভ্যালে একই ছাদের নীচে থাকবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সাজপোশাক থেকে শুরু করে গহনা, ভেন্যু, ডালা, স্টেজ, মেহেদি, ফটোগ্রাফি, হানিমুন আয়োজনের বিভিন্ন হাউস।

 

মেলায় ১২ নম্বর স্টলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে সবার প্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমউইয়েভারের কর্ণধার হাসান মাহমুদ হিমু।

এ সম্পর্কে হাসান মাহমুদ হিমু বলেন, বিয়ের প্রোগ্রামের বুকিং দিলেই রয়েছে আকর্ষণীয় ছাড়। সেই সঙ্গে মেম্বারশিপ কার্ডও দেয়া হবে সবাইকে।   

তিনি বলেন, ভালবাসার গল্প কখনও শেষ হয় না, শুরু থেকেই প্রতিটি মুহূর্ত যেন একেকটি রং ধারণ করে আর সবগুলো রং আবার পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। তাই বিয়ে নিয়ে যে কোনো উৎসবে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই মেলায় যোগ দিচ্ছে ড্রিমউইয়েভার।

Facebook.com/dreamweaver.bd

আইস টুডে প্রেজেন্টস উব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভ্যাল ২০১৫ পাওয়ারড বাই অরা বিউটি’।

ফেস্টিভ্যাল প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।