ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

সেরা বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সেরা বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা

বাংলাদেশের বাজারে সবচেয়ে সমাদৃত ও সেরা ব্র্যান্ডগুলোর সাফল্যের স্বীকৃতি দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বা বিবিএফ। সপ্তমবারের মতো বেস্ট ব্র্যান্ড এওয়ার্ড ২০১৫ ঘোষণা করলো প্রতিষ্ঠানটি।



এবার ৩৫টি ক্যাটাগরিতে স্থানীয় সেরা ১০ এবং সার্বিকভাবে সেরা ১০ ব্র্যান্ডকে পুরস্কারের জন্য মনোনীত করে বিবিএফ। পাশাপাশি এবারই প্রথমবারের মতো ফ্যাশন ও বুটিক ক্যাটাগরিতে দেশ সেরা  লাইফস্টাইল ব্র্যান্ড-এর স্বীকৃতি দেয়া হয়।

দেশীয় প্রথম সারির ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে  অঞ্জন’স  ও আড়ং এবং পাশ্চাত্য ঘরণা রেডি টু ওয়ার পোশাক তৈরির জন্য ক্যাটস আই এবছর সেরাদের সেরা হয়েছে।

ক্যাটস আই এবং অঞ্জন’স বাংলাদেশের বাজারে তৈরি পণ্য বিপনণের সাথে জড়িত রয়েছে যথাক্রমে ৩৫ ও ২১ বছর ধরে।

দেশব্যাপী ভোক্তাদের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে দেশের সবচেয়ে সমাদৃত ব্র্যান্ডগুলোকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। মিলওয়ার্ড ব্রাউন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান  এই জরিপ পরিচালনা করে। প্রতিষ্ঠানটি ১৯৭৩ সাল থেকে পুরো বিশ্বে এধনের জরিপ পরিচালনা করে আসছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।