ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অরা বিউটি লাউঞ্জে নতুন সেবা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
অরা বিউটি লাউঞ্জে নতুন সেবা

এই শীতে নগরীর বেইলি রোডে অরা বিউটি লাউঞ্জ এনেছে নতুন সেবা। তাদের নিয়মিত সেবার পাশাপাশি এক্সক্লুসিভ ব্রাইডাল প্যাকেজের সঙ্গে পার্টি মেকআপ ফ্রি দিচ্ছে।



এছাড়া বিয়ের এই মৌসুমে পার্লারটি তাদের গ্রাহকদের জন্য বিয়ের এনগেজমেন্ট, আক্দ, হলুদসহ বিভিন্ন প্যাকেজ তৈরি করেছে।

অরা বিউটি লাউঞ্জের সত্ত্বাধিকারী ও বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক জানান, ‘আমরা সবসময়ই সময় উপযোগী সব সেবা নিয়ে সৌন্দর্য সচেতন নারীদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় এক্সক্লুসিভ সব সাজের আয়োজন থাকছে এই বিয়ের মৌসুমে।

ব্রাইডাল মেকআপ ছাড়াও অরাতে রয়েছে হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল মেহেদি, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, পার্টি মেকআপ, ফেসিয়াল, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার কাটিং এন্ড স্টাইল, হেয়ার কালারিং, ফুট মাসাজ সহ রূপচর্চার নানা সেবা।

অফারটি চলবে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত।

যোগাযোগ: গোল্ড প্যালেস (২য় তলা), ৩, নিউ বেইলি রোড, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।