ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রাজধানীতে দুই দিনব্যাপী ‘ফুডল্যান্ড’ শুরু শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
রাজধানীতে দুই দিনব্যাপী ‘ফুডল্যান্ড’ শুরু শুক্রবার

ঢাকা: বিজয়ের মাস ডিসেম্বরে রকমারি খাবার আর গানের আয়োজন করেছে ভার্চুয়াল কমিউনিটি ‘ফুডব্যাংক’।

১১ ও ১২ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) রাজধানীর বনানী পূজা মাঠে ‘ফুডল্যান্ড’ শীর্ষক এ খাবার উৎসবের আয়োজন করছে গ্রুপটি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উৎসবে প্রায় ৪০টির মতো নামি-দামি রেস্তোরাঁর স্টল অংশ নেবে। এসব স্টলে থাকবে নানা ধরনের খাবার।

২ দিনব্যাপী এ আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতা ও রেসিপি প্রতিযোগিতারও আয়োজন থাকছে।

উৎসবে প্রতিদিন বিকেলে শিল্পী তাহসান, জন, রাফা, ব্যান্ডদল ওয়ারফেজ, শূন্য এবং আর্টসেল সংগীত পরিবেশন করবে। উৎসবের প্রবেশ ফি মাত্র ২০০ টাকা।

কন্টেস্টে বিজয়ীরা চেইন হোটেল লা মেরিডিয়েনের শেফের সঙ্গে ডিনার করার সুযোগ পাবেন।

ফুডব্যাংকের তত্ত্বাবধানে আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে অ্যাড অন কমিউনিকেশন। আর কুকিং কন্টেস্টের পৃষ্ঠপোষকতায় আছে লা মেরিডিয়েন ঢাকা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।