ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ম্যাট প্রেস্টন ঢাকায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ম্যাট প্রেস্টন ঢাকায়

জনপ্রিয় কুকিস ব্র্যান্ড রিভোলি আয়োজিত ‘মিট ম্যাট প্রেস্টন’ ক্যাম্পেইনে বিজয়ীদের সঙ্গে ২৮ মার্চ (সোমবার) স্থানীয় একটি রেস্তোরাঁয় সাক্ষাৎ করলেন ম্যাট প্রেস্টন।

ম্যাট প্রেস্টন জনপ্রিয়  কুকিং রিয়ালিটি শো মাস্টার শেফ-অস্ট্রেলিয়ার একজন বিচারক।

ফুড ক্রিটিক এবং ফুড জার্নালিস্ট হিসেবেও ম্যাট প্রেস্টনের রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। উল্লেখ করা প্রয়োজন,  ম্যাট প্রেস্টন আন্তর্জাতিক মানসম্পন্ন ও সুস্বাদু  রিভোলি কুকিস-এর ব্র্যান্ড এনডোর্সার ।

রিভোলি কুকিসের আমন্ত্রণে এই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশে এলেন তিনি।

রিভোলি আয়োজিত ‘মিট ম্যাট প্রেস্টন’ ক্যাম্পেইনের বিজয়ী ভক্তরা তার সাথে সময় কাটানো, কথা বলা, ছবিতোলা ও কুকিস খাওয়ার অভিজ্ঞতা অর্জন করলেন।


ম্যাট প্রেস্টন শুধু মাস্টার শেফ-অস্ট্রেলিয়ার বিচারকই নন, তিনি বিশ্ববিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের  রেস্টুরেন্ট রিভিউয়ারও। একই সাথে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত সব ফুড ম্যাগাজিনে রিভিউও লেখেন।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।