ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওমেন্স ওয়ার্ল্ডে তিন প্যাকেজে রমজান 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
ওমেন্স ওয়ার্ল্ডে তিন প্যাকেজে রমজান 

আসছে ঈদে সবার মাঝে অনন্যা করে তুলতে অন্যতম সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড পবিত্র রমজানে দিচ্ছে বিশেষ অফার। আপনাদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে সিলভার, গোল্ড এবং প্লাটিনামের আকর্ষণীয় তিনটি প্যাকেজের অফার।

 

বিশেষ এই প্যাকেজে রয়েছে, 
সিলভার: হেয়ার কাটিং, পেডিকিউর, ফ্রুট ফেসিয়াল উইথ স্পেশাল লেমন মাস্ক-১১০০টাকা।
গোল্ড: গোল্ড ফেসিয়াল উইথ হাইড্রোয়েটিং মাস্ক, মেনিকিউর, পেডিকিউর- ১৬০০টাকা।  
প্লাটিনাম: এন্টি এজিং ফেসিয়াল + স্কাল্প নারিশিং ট্রিটমেন্ট উইথ প্রোটিন মাস্ক-২৫০০টাকা

এছাড়াও থাকছে চুলের ৮ টি স্টিক করলে ২ টি স্টিক ফ্রি এবং রিবন্ডিং ও কালার করলে ২০শতাংশ ছাড়।
অফারগুলো ওমেন্স ওয়ার্ল্ডের সবগুলো আউটলেটে ১৫ রোজা পর্যন্ত চলবে।  

ওমেন্স ওয়ার্ল্ডের আউটলেট সমূহ
গুলশান: ০১৭৩৩২২৬১৫১, বনানী: ০১৭৩৩২২৬১৫২, উত্তরা:০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল: ০১৭৩৩২২৬১৫৪ ধানমন্ডি: ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর: ০১৭৩৩২২৬১৫৬, নেভি হেডকোর্য়াটার ০১৭৩৩২২৬১৫৭
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।