ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

বালুচরে নান্দনিক পাঞ্জাবি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুন ১১, ২০১৬
বালুচরে নান্দনিক পাঞ্জাবি 

আসছে ঈদ। ঈদের ছোঁয়া লেগেছে পোশাকের বাজারে।

ঈদ মানেই ছেলেদের পাঞ্জাবি। আর পাঞ্জাবির জন্য জনপ্রিয় নাম বালুচর।  

বালুচরই দেশের একমাত্র ফ্যাশন হাউস যার কালেকশনের পুরোটা জুড়েই পাঞ্জাবি। এই ঈদে বালুচর নিয়ে এসেছে দুইশত নতুন ডিজাইনের পাঞ্জাবি। বাহারি সব ডিজাইনের পাঞ্জাবিতে কাজ হিসেবে -  কারচুপি, ব্লক-বাটিক, প্যার্টান,  এমব্রুডারি, এম্বুস, ব্লকপ্রিন্ট করা হয়।  

এছাড়া মেয়েদের জন্য বালুচরে নতুন সংযোজন এক্সক্লুসিভ ডিজাইনের সব কুর্তা।  
যোগাযোগ: ৮১ আজিজ সুপার মার্কেট [৩য় তলা], শাহবাগ, ঢাকা। ফোন: ০১৭১৬৫৫৬২৭১।  
                                                              

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।