ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নানদোসে ইফতার ও সেহরির আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
নানদোসে ইফতার ও সেহরির আয়োজন

দক্ষিণ আফ্রিকার বিশ্বখ্যাত চেইন রেস্ট্রুরেন্ট নানদোস প্রতিবারের মতো এবারও তৈরি সেহরি ও ইফতারের নানা আয়োজন নিয়ে।  
এবার ইফতারিতে নানদোসে দিচ্ছে তিনটি ভিন্ন প্ল্যাটার।

হাংরি, ভেরি হাংরি এবং ভেরি ভেরি হাংরি। প্রতিটি প্ল্যাটারেই থাকছে বিফ এগ চপ, মালাই মুর্গ কাবাব, মিনি পিজা, বিফ কাবাব, পেরি চানা চাট, লাশিয়ান সালাদ, পিটা, খেজুর, মাল্টা আপেল, ড্রিংকস এবং আইসক্রিম।  

হাংরি প্ল্যাটারে আছে নানদোসের বিখ্যাত কোয়ার্টার পেরি চিকেন, ভেরি হাংরিতে বাটারফ্লাই চিকেন এবং ভেরি ভেরি হাংরিতে চিকেন এস্পাদাতা। দাম যথাক্রমে ৯৯৯, ১২৯৯ এবং ১৫৯৯ টাকা। ইফতারে আরও আছে ৪০০০ টাকার জাম্বো বক্স এবং ৫২০ টাকার সলো বক্স অফার।

সেহরিতে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। রাত ১১টা থেকে ৩টার মাঝে কোনো অর্ডার করলে একই মিল আরেকটি পাবেন একদম বিনামূল্যে। এই অফার চাঁদরাত পরযন্ত চলবে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।