ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আড়ং-এ ঈদ পণ্যের প্রদর্শনী 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আড়ং-এ ঈদ পণ্যের প্রদর্শনী 

উত্তরার আড়ং ফ্লাগশিপ আউটলেটে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল-আযহা ২০১৬ কালেকশনের প্রদর্শনী।  

এতে উপস্থিত ছিলেন আড়ং এর রিওয়ার্ড কার্ড মেম্বার ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।


মডেলদের উপস্থাপিত আড়ং ঈদ কালেকশন পণ্য সরাসরি দেখে ওই পণ্যের অর্ডার দেয়ার সুযোগ রাখা হয় আমন্ত্রিত অতিথিদের জন্য।  

অনুষ্ঠানে ফ্যাশন শো-এর আয়োজন করা হয়। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে এতে ক্যাটওয়াক করেন মাশিয়াত, ঈশা, তৃণ, জলি, মিশেলা, স্পৃহা, রিবা, মিশু, নাবিলা, ইন্দ্রানি, রাজ, শামস, তানজিন ও সালমান।  

নতুন মৌসুমের এসব ডিজাইনে যেমন ছিল বিভিন্ন হালকা ও গাঢ় রঙের মিশেল তেমনি ছিল বিভিন্ন স্নিগ্ধ প্যাস্টেল শেডের ছোঁয়া।  

কালেকশনে রয়েছে ছোট ছেলেদের শেরওয়ানি স্টাইল পাঞ্জাবি ও ছোট মেয়েদের লেয়ার কামিজ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।