এসব পোশাকে ডার্ক ও সলিড রঙগুলো ফরমাল ধাঁচের সান্ধ্য পার্টিওয়্যারের সঙ্গে বেশি জুতসই। অন্যদিকে সেইলরের প্রিন্টেড পোশাক যথেষ্ট ক্যাজুয়ালও।
লেদারের জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ থাকছে ইন্ডিগো প্রাধান্য দিয়ে শীত কালেকশন। পশ্চিমা ট্রেন্ড মেনেই নকশা করা হয়েছে এসবের, তবে কাপড়টা এ দেশের আবহাওয়া উপযোগী।
সেইলরের হেড অব ব্র্যান্ড- রেজাউল কবির বলেন, সেইলর তারুণ্য নির্ভর শীত পোশাক তৈরি করেছে। অতি উজ্জ্বল রং, ক্লালার ব্লকিং, চড়া প্রিন্ট এসব এড়িয়ে রং-এর বেলায় বেশ সংযত ভাবটাই থাকছে এবার। তবে শীতে সেইলর প্রাধান্য দিয়েছে ইন্ডিগো, কালো, চেক ও ডিজিটাল প্রিন্টের ক্যানভাসে।