ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এক্সট্যাসিতে ট্রেন্ডি জুতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এক্সট্যাসিতে ট্রেন্ডি জুতা এক্সট্যাসিতে ট্রেন্ডি জুতা

ক্যাজুয়াল বা সেমি ফরমাল সব ধরনের ট্রেন্ডি ফ্যাশনের জন্য এক্সট্যাসিতে এসেছে নতুন জুতা। তবে, ডিজাইনের ক্ষেত্রে তারুণ্যের পছন্দকেই প্রাধান্য দেয়া হয়েছে। 

লাইফস্টাইল স্টোর এক্সট্যাসি’র কো ব্র্যান্ড তানজিম এর ট্যাগ লাইন এটি। প্রতিটি তানজিম জুতায় ডিজাইন সাতন্ত্রতার পাশাপাশি থাকছে চামড়া বা পিউ লেদারের রঙ বৈচিত্র্যও।

টাসেল, বুট, প্লিফসোল বা লোফারে অনুসরণ করা হয়েছে সমকালীন ফ্যাশন ট্রেন্ড।  

ফিতাবিহীন ফিটিংসও থাকছে কিছু জুতাতে। এক্সট্যাসির প্রধান নির্বাহী তানজীম হক জানান, পার্টি এবং আউটগোয়িং ট্রেন্ড এবং ফিটিংস অনুসরণ করা হয়েছে তানজিম-এর জুতায়। এসব জুতায় এক্সট্যাসি প্ল্যাটিনাম কার্ডে শপিং এ থাকছে ২০ ভাগ ছাড়ের সুযোগ।

তানজিম ব্র্যান্ডের জুতাগুলো প্রতিটি এক্সট্যাসি স্টোরে পাওয়া যাচ্ছে ৩ হাজার ২৮০ থেকে ৮ হাজার ৭৮০ টাকার মধ্যে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।