ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঘরের সৌন্দর্যে পেইন্টিংস্

প্রীতি ওয়ারেছা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১
ঘরের সৌন্দর্যে পেইন্টিংস্

ঘরে নানা রকমের আসবাবের উপস্থিতি আমরা পছন্দ করি। সামর্থ্য অনুযায়ী ডেকোরেশন নিয়েও ভাবি।

সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরই বিশ্রামের জায়গা, তাই একে সৌন্দর্য্যমন্ডিত করতে আমাদের কত না ভাবনা! এরই আলোকে আজ ইন্টেরিওর ডেকোরেশনের রুচিসম্মত একটা অংশ পেইন্টিংস্ নিয়ে কথা বলব।

ঘরে ঢুকে যদি পছন্দের কোন পেইন্টিংসে আপনার চোখ পড়ে দেখবেন নিমেষে সারাদিনের ক্লান্তি চলে যাবে। আমাদের ঘরে থাকা পেইন্টিংসের মাধ্যমে অনন্য রুচিবোধের পরিচয় পাওয়া যায়।
 
ঘর সাজাতে অনেক আগে থেকেই চলে আসছে পেইন্টিংসের ব্যবহার। বর্তমানে পেইন্টিংস্ েনানারকম উপাদান ব্যবহার করছেন শিল্পীরা। নিত্যনতুন ফিউশনের মাধ্যমে শিল্পীরা নিজেদের যেমন ঢেলে সাজাচ্ছেন তেমনি কৌতুহলী মানুষের মাঝে তীব্র আকর্ষন সৃষ্টি করে চলেছেন।

বেডরুম, লিভিংরুম, কিডস্ রুম, ডাইনিং স্পেস সব জায়গার সাথে মানানসই চিত্রকর্ম ঘরকে অনেক নান্দনিক করে তুলবে। ঘরে বাচ্চা থাকলে ওদের হাতের এবরোথেবরো আঁকা পেইন্টিংস্ও কিডস্ রুমে টাঙ্গিয়ে রাখতে পারেন। নিশ্চিত করে বলা যায়, যে কারও ভাল লাগবে সেই পেইন্টিংস্। আমরা ইচ্ছে করলে দেশ বিদেশের বিখ্যাত শিল্পীদের পেইন্টিংস ঘরে রাখতে পারি। ঢাকায় অনেক চিত্র প্রদর্শনী হয়ে থাকে। পছন্দ হলে সেখান থেকেও সংগ্রহ করতে পারি পছন্দের পেইন্টিংস্। আবার ইন্টেরিওর ডেকোরেশনের দোকানেও মনমুগ্ধকর বৈচিত্রময় সব পেইন্টিংস্ পাওয়া যায়।

ঘরে শৈল্পিক আবহ আনতে কিংবা পছন্দের পেইন্টিংস্ এর জায়গা নির্বাচন করতে আমরা ইন্টেরিওর ডিজাইনারের পরামর্শও নিতে পারি। নান্দনিক পেইন্টিংস্ দিয়ে আমাদের ঘর অন্যদের চেয়ে আলাদা করে তুলতে পারি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।