ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

জংলি কড়াইয়ের স্বাদ পেতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জংলি কড়াইয়ের স্বাদ পেতে জংলি কড়াইয়ের স্বাদ পেতে

রাজধানীর ভোজন রসিকদের জন্য কুটুমবাড়ি নিয়ে এসেছে ভিন্ন স্বাদের নতুন খাবার জংলি কড়াই। 

কোয়েল পাখি, কবুতর ও পাহাড়ি মোরগ দিয়ে তৈরি হয় জংলি কড়াই। একটু ভিন্ন ধাঁচে রান্না করা এই খাবারটি পরিবেশন করা হয় সরাসরি কড়াইতে।

 
এছাড়া নিয়মিত আয়োজনে সরষে ইলিশ, মুরগির রেজালা, গরু বা খাসির মাংসের কালো ভুনা, রেশমি কড়াই, কাশ্মিরি কড়াই, চিংড়ির মালাই কারি, নানা রকম কাবাব, গ্রিল, পরোটাসহ আছে ফলের রস।  
প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত খোলা থাকে কুটুমাবাড়ি।  
ঠিকানা: কুটুমবাড়ি-১, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, কুটুমবাড়ি-২, ১৩/১/এ পান্থপথ (বসুন্ধরাসিটিরপাশে), ঢাকা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।