ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা রিভে গরমের পোশাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
লা রিভে গরমের পোশাক লা রিভ

সময়ের পালাবদলের সঙ্গে সঙ্গে এই গরমে নতুন আয়োজন নিয়ে সেজেছে ফ্যাশন হাউস ‘লা রিভ’।

উৎসব-আয়োজনে ঘরে কিংবা কর্মক্ষেত্রের জন্য নতুন পোশাক ও অনুষঙ্গ বেশ আরামদায়ক এবং মানানসই।

লা রিভের ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ডিরেক্টর মন্নুজান নার্গিসের পরিকল্পনা ও উপস্থাপনায় প্রকৃতির নানা উপকরণ নিয়ে  ‘র-কোস্ট’ নকশায় লা রিভের এবারের গরমের পোশাকের ডিজাইন।

 

সুতি ও লিলেন কাপড়ে প্রিন্ট ও এমব্রয়ডারিতে ওয়েদার্ড ইফেক্ট, রিং কলড টেক্সচারস, অ্যাম্বার ও ডাইয়ের বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে।  

নারীদের জন্য লা রিভের রয়েছে এথনিক টপস ও টিউনিক, সালোয়ার-কামিজ, দোপাট্টা, ডেনিম, টি-শার্ট, স্কার্ট, হ্যারেম, পালাজ্জো,কুলোট্টিজসহ রয়েছে নজরকাড়া পোশাক সম্ভার। বিভিন্ন ডিজাইন ও কাপড়ের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি এখানে পাবেন হ্যান্ডব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ।

পুরুষের পোশাকে শার্ট, টি-শার্ট, পোলো, ক্যাজুয়্যাল ট্রাউজার্স, ডেনিমস ও পাঞ্জাবি রয়েছে।  

পরিবারের ছোটমণিদের জন্যও লা রিভ কিডস কর্নারে রয়েছে চমৎকার সব পোশাক।  

লা রিভ-এর বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে মোট ১২টি আউটলেট রয়েছে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।