পোশাকের প্যাটার্ন ও কাট বৈচিত্র্যের সঙ্গে যোগ হয়েছে এমব্রয়ডারি এবং ডিজিটাল প্রিন্টেড ভ্যালু এডিশনসহ বিভিন্ন ছাপচিত্র।
সেইলর - বৈশাখী পোশাকগুলোর মোটিফ হিসেবে ব্যবহার হয়েছে বাংলা সংক্রান্তির রং-এর ছটা, পাখির, ফুল ও প্রকৃতির নানা সৌন্দর্য।
সেইলরের হেড অব ব্র্যান্ড রেজাউল কবির বলেন, সেইলর শতভাগ বাঙালিয়ানাকে পোশাকের মোটিফে তুলে ধরেছে।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেইলরের প্রতিটি স্টোরে রয়েছে নির্ধারিত পণ্যে সর্বোচ্চ ৫০শতাংশ ছাড়ে কেনাকাটা করার সুযোগ।