১৫ এপ্রিল, শনিবার দুপুরে টরন্টোর বাংলা পাড়া বলে খ্যাত, ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার শপার্স ওয়ার্ল্ড এর পার্কিং লট থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ডজ রোড ঘুরে ঘরোয়া রেস্টুরেন্ট প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বৈশাখী উৎসব ১৪২৪ এর উদ্ভোধন করেন বিচেস ইস্ট-ইয়র্ক এলাকার এম.পি নাথানিয়েল এরকিন-স্মিথ, এম.পি.পি আর্থার পট ও কাউন্সিলর জ্যানেট ডেভিস।
ইয়াং বাংলাদেশি টরন্টোনিয়ান সংগঠন আয়োজিত বৈশাখী উৎসব ১৪২৪ এর প্রথম দিনটি ছিলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়াল চিত্র উন্মোচন ও আলপনা আঁকা।
দ্বিতীয় দিনের উৎসব পরিপূর্ণ ছিলো শহরের নামকরা শিল্পী এবং সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো বৈশাখের গান, ধামাই, পাহাড়ি নাচ, বায়োস্কোপ, রাজশাহীর গম্ভীরা, বাংলা ব্যান্ড সংগীত।
বাঙালির মিলন মেলায় অনেক বিদেশিও মেতে ওঠেন বাংলা নববর্ষ উদযাপনে।