ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বেশিদিন বাঁচতে চান?

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১
বেশিদিন বাঁচতে চান?

বেশিদিন বাঁচতে চান? তাহলে নিয়মিত ব্যায়াম করতে হবে সঙ্গে নিয়মতান্ত্রিক জীবনযাপন। সম্প্রতি জার্মানির একদল চিকিৎসক গবেষণায় দেখেছেন দৈনন্দিন জীবনযাপন থেকে কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়বেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী দূরারোগ্য অসুখের ঝুঁকি শতকরা ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়।



এতোগুলো প্রাণঘাতী রোগের হাত থেকে রক্ষা পেলে স্বাভাবিকভাবেই বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়।
Drug
চিকিৎসক ওজ- এর নেতৃত্বে ৭ বছরের বেশি সময় ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, ধুমপান এবং সব ধরণের মাদক থেকে দূরে থাকা, প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর ফল এবং শাক-সবজি রাখা আর সপ্তাহে নিয়মিত মাত্র সাড়ে তিন ঘণ্টা ব্যায়াম আমাদের উপহার দিতে পারে দীর্ঘ জীবন।

তো দেরি না করে আসুন সব ধরণের মাদককে না বলি আর সুঅভ্যাসগুলো আয়ত্তের চেষ্টা করি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।