বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালন করা হয়। সে অনুযায়ী এবারের মা দিবস ১৪ মে।
মায়ের কেমন শাড়ি পছন্দ তা নিশ্চয় জানেন। সেই রং-এর সুন্দর একটা শাড়ি নিতে পারেন।
চকলেট- মা তো বড় মানুষ তার কি চকলেট পছন্দ হবে, হবে আপনি নিয়েই দেখুন বরং অন্য অনেক কিছুর চেয়ে চকলেট পেয়েই হয়তো অনেক খুশি হয়ে যাবেন।
মায়ের ছবি দিয়ে একটি মগও কিন্তু করে দেয়া যায়...সাথে ছোট্ট করে লিখে দিন ভালোবাসি।
মা দিবসে পুরোদিন না পারলেও দিনের একটি সময় অবশ্যই মাকে দেয়ার চেষ্টা করুন।
মায়ের সঙ্গে একটি সেলফি তুলে প্রোফাইলে কিছুক্ষণ রাখতে পারি তো, বন্ধুরা কি কমেন্টস করে মাকে দেখান।
মায়ের পছন্দের খাবার রান্না করে তাকে সারপ্রাইজ দিতে পারেন।
মাকে সোনা বা হীরের গহনা দিতে পারেন। অথবা সাধ্যমত যে কোনো গহনাই আসলে মায়ের ভালো লাগবে।
পছন্দের লেখকের বই, ঘর সাজানের সখের কিছু হতে পারে সুন্দর উপহার।
মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্লান করুন না। নিদেনপক্ষে ওই দিন রাতের খাবারটা মায়ের সাথে বাইরে খেতে পারেন।
মাকে খুশি করতে আপনার একটু স্পর্শই যথেষ্ট। দূরে থাকলে একটা ফোন করে শুধু বলুন তোমাকে ভালোবাসি মা...যেখানেই থাকো ভালো থাকো, তোমার সুস্থতা আর ভালোথাকাই প্রথম চাওয়া।
ছবি কৃতজ্ঞতায়: কনা আলম ও ফারনাজ আলম