ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখ ধুয়ে নিন
এরপর ঘরে তৈরি ফেসপ্যাক
শুষ্ক ত্বকের জন্য ১ টেবিল চামচ উপটান+১ চা চামচ টকদই+১ চা চামচ দুধের সর বা দুধ।
তৈলাক্ত ও মিশ্র ত্বকে ১ টেবিল চামচ উপটান, ১ চা চামচ টকদই, ১ চা চামচ লেবুর রস।
এগুলো একসঙ্গে মিশিয়ে মুখের ত্বকে লাগান। পুরোটা শুকাবেন না, অর্ধেক শুকিয়ে এলে মুখ হালকা ঘষে ধুয়ে ফেলুন।
ময়েশ্চারাইজার হিসেবে রাতে লাগানোর ক্রিম ভিটামিন ই যুক্ত হলে উপকার হয়। কারণ ভিটামিন ই ত্বকের তারুণ্য বজায় রাখে।
হাত-পা, ঘাড়-গলা : হাত-পা সাবান দিয়ে ধুয়ে লোশন লাগিয়ে ঘুমাতে যান।
গলায় ও ঘাড়ে অলিভ ওয়েল মেখে নিন। ত্বকের কালো দাগ থাকলেও ধীরে ধীরে চলে যাবে।
এছাড়া সপ্তাহে অন্তত একদিন রাতে একটু সময় করে হাত-পা প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে, ২ টেবিল চামচ কুসুম গরম অলিভ অয়েল, ১ চা চামচ চিনি দিয়ে স্ক্র্যাব তৈরি করে ম্যাসেজ করুন। এতে হাত-পায়ের ত্বকও কোমল মসৃণ ও সুন্দর হবে।