ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সাদাকালোয় ঈদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
সাদাকালোয় ঈদ সাদাকালোয় ঈদ

ফ্যাশন হাউস সাদাকালো ফ্যাশনে ভিন্ন ধারা যুক্ত করছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও ক্রেতাদের জন্য আলাদা কিছু নিয়েই পসরা সাজিয়েছে জনপ্রিয় এই হাউসটি। এমনটিই জানালেন সাদাকালোর কর্ণধার আজহারুল হক আজাদ।

তিনি বলেন, ১৯৬২ সালে মিস আমেরিকার পরনের পোলকা ডট প্রথম সকলের নজর কাড়ে। পোলকা ডট হলিউডে জায়গা করে নেয়ায় বিখ্যাত সিনেমাগুলোতে পোলকা ডট- এর ব্যবহার দেখা যায়।

 

তখন থেকেই এটি ফ্যাশন সচেতন মানুষের আগ্রহের বিষয় হয়ে  থেকেছে। এই পোলকা ডট নিয়ে সাদাকালো এবার তাদের ঈদ আয়োজনের ডিজাইন করেছে।  সাদাকালো

পোশাকে বড়, মাঝারি, ছোট নানান ধরনের পলকা ডটস ব্যবহার করা হযেছে। ডট এর নানান রকম আকারের সঙ্গে কখনো ব্যবহার করা হযেছে স্ট্রাইপ, কখনো চেক কখনো ফুল-লতা-পাতা মোটিফ।  

শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, টপস তৈরি হয়েছে  স্ক্রিনপ্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, কারচুপিসহ নানান কাজের মাধ্যমে।

গরমে ‍ঈদ হচ্ছে বলে প্রাধান্য দেওয়া হয়েছে সুতি, লিলেন কাপড়কে। তবে উৎসব মাথায় রেখে সিল্কের কিছু কালেকশনও রাখা হয়ছে।  
 
দেশিদশসহ দেশের সবগুলো সাদাকালোর শোরুমে ঈদের পোশাকগুলো সবাই সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।