তিনি বলেন, ১৯৬২ সালে মিস আমেরিকার পরনের পোলকা ডট প্রথম সকলের নজর কাড়ে। পোলকা ডট হলিউডে জায়গা করে নেয়ায় বিখ্যাত সিনেমাগুলোতে পোলকা ডট- এর ব্যবহার দেখা যায়।
তখন থেকেই এটি ফ্যাশন সচেতন মানুষের আগ্রহের বিষয় হয়ে থেকেছে। এই পোলকা ডট নিয়ে সাদাকালো এবার তাদের ঈদ আয়োজনের ডিজাইন করেছে।
পোশাকে বড়, মাঝারি, ছোট নানান ধরনের পলকা ডটস ব্যবহার করা হযেছে। ডট এর নানান রকম আকারের সঙ্গে কখনো ব্যবহার করা হযেছে স্ট্রাইপ, কখনো চেক কখনো ফুল-লতা-পাতা মোটিফ।
শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, টপস তৈরি হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, কারচুপিসহ নানান কাজের মাধ্যমে।
গরমে ঈদ হচ্ছে বলে প্রাধান্য দেওয়া হয়েছে সুতি, লিলেন কাপড়কে। তবে উৎসব মাথায় রেখে সিল্কের কিছু কালেকশনও রাখা হয়ছে।
দেশিদশসহ দেশের সবগুলো সাদাকালোর শোরুমে ঈদের পোশাকগুলো সবাই সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন।