মহাখালীর ডিওএইচএস –এর কসমস গ্যালারি ২ এ জামদানি শাড়ি নিয়ে প্রদশর্নীটি ০২(শুক্রবার) তারিখে শুরু হয়ে চলবে ৬ জুন পর্যন্ত।
প্রতিটি জামদানি শাড়িই একেকটি গল্প, সেই বুননের গল্প, কারিগরের গল্প দিয়েই সাজানো হচ্ছে প্রদর্শনী।
শেখ রুবাইয়া সুলতানা বাংলানিউজকে বলেন, ঢাকাই জামদানির কদর বিশ্বজুড়ে। আর বাঙালি নারীর কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত পোশাক একটি জামদানি শাড়ি। নিজস্ব ডিজাইনের, রুচিশীল কাজে খাঁটি সুতায় তৈরি জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন যেন ক্রেতারা সরাসরি তাদের কাছ থেকে পছন্দের শাড়িটি কিনতে পারেন।
জনপ্রিয় নৃত্যশিল্পী শামীম আরা নিপা মেলার উদ্বোধন করবেন বলেও জানান রুবাইয়া।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।
ঠিকানা: ভেন্যু কসমস গ্যালারি-২, বাসা ১১৫, রোড-৬ মহাখালী ডিওএইচএস
ফোন: ০১৭৮৯০৩৫৯৬০