নিপূণে ঈদের শাড়ি
ঈদ এলেই সব থেকে বেশি দেখে কেনা হয় শাড়ি। বছরের সেরা শাড়িটিও অনেকেরই ঈদেই কেনা হয়। এবারের ঈদ গরমে হচ্ছে, দেশীয় ফ্যাশন হাউসগুলো তাই শাড়ি তৈরিতে আবহাওয়াকে বেশ গুরুত্ব দিয়েছে।
ফ্যাশনেবল তরুণ-তরুণীদের সবচেয়ে বড় অংশটাই এখন দেশীয় ফ্যাশনের ক্রেতা। নিপুণ ক্রাফট অতি সম্প্রতি পার করেছে পথ চলার ৪৪ বছর।
চলতি সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে নিপুণ ফ্যাশনের নানা বিষয় নিয়ে তাই হাজির হয় তার ক্রেতাদের সামনে। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
দেশীয় ফ্যাশনের অন্যতম পথিকৃত নিপুণ এবার শাড়িতে তাঁত, সুতি ভয়েল, এন্ডি, জয়সিল্ক, হাফসিল্ক ব্যবহার করেছে।
অপরদিকে, গরমের কথা মাথায় রেখে করা হয়েছে পেস্টাল রং। সাধ্যের মধ্যেই দেশিদশসহ দেশের সবগুলো নিপুণের শোরুমে পেয়ে যাবেন পছন্দের ঈদের শাড়ি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।